লকডাউন নয়, স্বাস্থ্যবিধির দিকে মনোযোগ দিন : তিন মার্কিন বিশেষজ্ঞ
করোনা বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা হলো লকডাউন। উন্নত দেশগুলোয় সেটি দীর্ঘসময় অব্যাহত রাখা যায়। কিন্তু উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে এটি বাস্তবসম্মত নয়। এ জন্য এসব দেশে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাংলাদেশি বংশোদ্ভূত তিন বিশেষজ্ঞ।
কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ‘ভ্যাকসিন আর ভ্যারিয়েন্টের প্রতিযোগিতার শেষ কোথায়?’ শীর্ষক আলোচনায় তারা এসব কথা বলেন।