সিভিল সার্ভিসের এক উজ্জল নক্ষত্র ছিলেন ড. সা’দত
একজন মানুষের নানা রকম শিকড় থাকে। যেমন, রক্তের শিকড়, ধর্মের শিকড় এবং কর্মের শিকড়। আমার মা-বাবা, দাদা-দাদি আমার রক্তের শিকড়। হজরত মুহাম্মদ (সা.) এবং চার খলিফা আমার ধর্মের শিকড়। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। সেই সূত্রে সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল আমার একাডেমিক শিকড়।
কর্মজীবনেও কিছু মানুষ থাকেন, যাঁরা স্বকীয় গুণে আমাদের কাছে রোল মডেল হিসেবে আবির্ভূত হন। তাঁরা হয়ে ওঠেন আমাদের আদর্শ ও অনুপ্রেরণার উৎস। তাঁদের বলা হয় কর্মের শিকড়।
- ট্যাগ:
- মতামত
- স্মৃতিচারণা
- সিভিল সার্ভিস
- সাদত হুসাইন