You have reached your daily news limit

Please log in to continue


৫৩ আরোহী নিয়ে ইন্দোনেশীয় সাবমেরিন নিখোঁজ

৫৩ জন আরোহীকে নিয়ে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিন কেআরআই নাংগালা-৪০২ নিখোঁজ হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে মহড়া চালানোর সময় এটি যোগাযোগবিচ্ছিন্ন হয়। ইন্দোনেশীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। জার্মানির তৈরি এ সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন