জর্জ ফ্লয়েড: যে হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছিল খাদের কিনারায়

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১৯:৩৯

গত বছর যুক্তরাষ্ট্রের মিনেয়াপলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড খুন বিশ্বব্যাপী উস্কে দিয়েছিল বিক্ষোভের আগুন। খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠা যুক্তরাষ্ট্রকে। এরপর ফ্লয়েড হত্যা মামলায় ন্যায়বিচারের জন্য অধীর আগ্রহে দিনের পর দিন অপেক্ষা করেছে মানুষ। অবশেষে রায়ে তাদের স্বস্তি মিলেছে।


দীর্ঘপ্রতিক্ষীত এই রায়ে ফ্লয়েডকে হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন দোষী সাব্যস্ত হওয়ায় পর আদালতের বাইরেসহ বিভিন্ন স্থানে উল্লাস করতে দেখা গেছে সাধারণ মানুষকে।


যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণীর মানুষের মতামত তুলে ধরে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং আইনজীবীদের মাঝেও সন্তোষ দেখা গেছে। জেগে উঠেছে পরিস্থিতি বদলানোর আশা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও