![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Faf776d4a-9cda-428e-9cd2-fb736af97c62%252FCapture_2.JPG%3Frect%3D170%252C0%252C1030%252C541%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
‘অজ্ঞাতনামা আসামি দেওয়ার মূল কারণ গ্রেপ্তার–বাণিজ্য’
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহত ও অনেক শ্রমিক আহত হওয়ার ঘটনায় দোষীদের বিচার, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। বক্তারা অভিযোগ করেন, বাঁশখালীতে শ্রমিকদের বিরুদ্ধে অজ্ঞাতনামা উল্লেখ করে যে মামলা দেওয়া হয়েছে, এর মূল কারণ গ্রেপ্তার–বাণিজ্য করা।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই কর্মসূচির কথা জানানো হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে