পাল্লেকেলেতে মনে রাখার মতো একদিন উপহার দিলেন শান্ত-মুমিনুলরা

জাগো নিউজ ২৪ পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১৮:১৫

ব্যাটসম্যানরা বোলারদের ঘাম ঝরিয়েই যাচ্ছেন, বল কুড়াতে কুড়াতে নাভিশ্বাস ফিল্ডারদের। না, ব্যাটিং দলে ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড নয়, বাংলাদেশ। প্রতিপক্ষও জিম্বাবুয়ের মতো দুর্বল টেস্ট খেলুড়ে দেশ নয়, শ্রীলঙ্কা।


হ্যাঁ, পা্ল্লেকেলেতে এমনই অবিশ্বাস্য একদিন উপহার দিয়েছেন তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা। স্বাগতিক শ্রীলঙ্কার বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন তারা।


তাতেই টেস্টের প্রথম দিন শেষে রানপাহাড় গড়ার পথে বাংলাদেশ। ২ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামবে টাইগাররা। উইকেটে আছেন সেঞ্চুরিয়ান শান্ত, হাফসেঞ্চুরিয়ান মুমিনুল।


টেস্টে শান্তর প্রথম সেঞ্চুরি


টেস্টে প্রথম সেঞ্চুরি পেলেন নাজমুল হাসান শান্ত। বুধবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশি এই ব্যাটসম্যান ২৩৬ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন।  এর মধ্যে ছিল ১২ টি চার ও একটি ছয়ের মার। 


সিরিজের প্রথম টেস্টে বুধবার ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরে যান ওপেনার সাইফ হাসান। 


ক্যাচিং অনুশীলন করিয়ে সেঞ্চুরি হাতছাড়া তামিমের


নান্দনিক সব শটের মহড়ায় যে ইনিংস এগিয়ে যাচ্ছিল শতরানের ঠিকানায়, সেটিই শেষ হয়ে গেল দৃষ্টিকটু এক শটে। দারুণ খেলেও নিজের বাজে শটে সেঞ্চুরি হাতছাড়া করলেন তামিম ইকবাল।


শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে তামিম আউট হন ৯০ রানে। 


মুশফিককে টপকে শীর্ষে তামিম


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মধ্যে চলছে এগিয়ে যাওয়ার লড়াই। সাদা পোশাকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াইয়ে এবার মুশফিককে ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শীর্ষস্থান দখল করলেন এই বাঁহাতি ওপেনার।  


এই টেস্টের আগে মুশফিকের রান ছিল ৪ হাজার ৫৩৭। ১৩৪ ইনিংস খেলে এই রান করেন মুশফিক। তার গড় ৩৬.৫৮। অন্যদিকে এই ম্যাচের আগে ১১৯ ইনিংসে তামিমের সংগ্রহ ছিল ৪ হাজার ৫০৮ রান। তামিমের গড় ৩৮.৪৫। সেঞ্চুরির দিক থেকেও মুশফিকের চেয়ে এগিয়ে তামিম। তামিমের সেঞ্চুরি সংখ্যা ৯টি। আর মুশফিকের ৭টি।


শূন্য রানে ফিরলেন সাইফ


সাজঘরে ফিরেছেন সাইফ হাসান। দলীয় ৮ রানে বিদায় নিলেও ৬ বল মোকাবেলা করে রানের খাতা খুলতে পারেননি এ ওপেনার। বিশ্ব ফার্নান্ডোর বলে এলবিডব্লিউ’র শিকার হয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও