করোনা রোগীদের সেবায় অ্যাম্বুলেন্সেই ঘুম-খাওয়া চালক এমরানের
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ায় সরকারঘোষিত লকডাউনে দিন-রাত একাকার হয়ে গেছে মধ্যবয়সী অ্যাম্বুলেন্সচালক এমরান হোসেনের। করোনা রোগীদের বাসা থেকে হাসপাতালে নেয়া, মরদেহ হাসপাতাল থেকে গন্তব্যে পৌঁছে দেয়ার কাজে কেটে গেছে টানা তিন সপ্তাহ। প্রতিদিন তিনি ১২-১৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়েছেন। রাতে বা দিনে যেটুকু অবসর মিলেছে ঘুমিয়েছেন অ্যাম্বুলেন্সেই। খাওয়া-দাওয়াও সেখানেই।
এমরান পরিবার নিয়ে বসবাস করেন সাভারে। তবে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় পরিবার-পরিজনদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে গত তিন সপ্তাহ আর বাড়িতে যাননি। অ্যাম্বুলেন্সকেই বানিয়ে ফেলেছেন ঘর। রোগী ও তার স্বজনরা হয়ে উঠেছে এমরানের আপনজন।