![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/05/15/instragram.jpg/ALTERNATES/w640/instragram.jpg)
অনলাইন হয়রানি ঠেকাতে নতুন ফিচার ইনস্টাগ্রামে
নতুন সুরক্ষা ফিচার নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। ওই ফিচারটি আক্রমণাত্মক শব্দ থাকতে পারে এমন বার্তা ব্যবহারকারীদের দেখতে দেবে না। সব ধরনের আক্রমণাত্মক শব্দ, বাক্যাংশ বাদ দিয়ে দেবে এটি।
ইনস্টাগ্রাম বুধবার জানিয়েছে, নতুন ফিচার বাদেও, ব্লকড অ্যাকাউন্টের কোনো ব্যক্তি যাতে নতুন অ্যাকাউন্ট খুলে ব্যবহারকারীদের হয়রানি না করতে পারে, সে ব্যবস্থাও করবে তারা। গোটা ব্যাপারটিই আরও কঠিন হয়ে যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।