রহমতের দশক শেষ হওয়ার আগে রোজাদারের করণীয়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১৭:২৩
রমজানের রহমতের দশক শেষপ্রান্তে।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রমজানের প্রথম দশক রহমতের, মধ্য দশক মাগফেরাতের আর শেষ দশক নাজাতের।’ প্রথম দশকে মহান আল্লাহ বান্দার প্রতি অবিরত রহমত নাজিল করেন। রহমতের দশক প্রায় শেষের পথে। আল্লাহর রহমত পেয়ে কি ধন্য হতে পেরেছে রোজাদার?
রমজানের প্রথম দশকে আল্লাহ বান্দার উপর স্পেশাল রহমত বর্ষণ করেন। রমজানের প্রথম দশদিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু রহমত পাওয়ার পাথেয় কতটুকু অর্জিত হয়েছে! অথচ রমজান মাস হল মুমিনের জীবনে রহমতের বসন্তকাল।
- ট্যাগ:
- ইসলাম
- রমজান
- আল্লাহর রহমত
- রোজা
- করণীয় নির্ধারণ