You have reached your daily news limit

Please log in to continue


শেরপুরে লকডাউনে সাতদিনে জরিমানা ১ লাখ ৭০ হাজার!

শেরপুরে লকডাউন শুরুর কিছুদিন পর থেকেই পাল্টে যেতে তাকে থাকে পরিস্থিতি। মূল শহরের কিছু দোকান বন্ধ থাকলেও উপশহর ও গ্রাম গুলোতে চলছে বেচাকেনার ধুম। প্রশাসন গত সাতদিনে ২৬২টি মামলায় ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। 

বাজারগুলোতে এখনো উপচে পড়া ভীড়। জেলা ও উপজেলা শহরের ভ্রামমাণ আদালত কর্তৃক মামলা জরিমানা ও শহরের প্রবেশ পথে পুলিশের কড়াকড়ি প্রহরার পরও নানা অজুহাতে মানুষজন শহরে ঢুকে পড়ছে। প্রধান সড়কসহ অলিগলি রিক্সা ও ব্যাটারীচালিত অটো রিক্সার দখলে। শহরের সর্বত্রই ভীড় থাকে চোখে পড়ার মত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন