![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbakaeri-20210421144805.jpg)
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা
রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অভিযোগে চারটি বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত র্যাব-২ এর উদ্যোগে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় ও বিএসটিআইয়ের সহায়তায় চারটি বেকারিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।