সিরামিক পণ্যের বিক্রিতে ধস

প্রথম আলো হাতিরপুল প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১২:০৮

করোনার সংক্রমণ রোধে চলমান সরকারি বিধিনিষেধের বাইরে রয়েছে নির্মাণ খাত। তবে দোকানপাট বন্ধ থাকায় নির্মাণকাজের সহযোগী সিরামিক খাতের ব্যবসায় ধস নেমেছে। বিধিনিষেধের মধ্যে সিরামিক টাইলস ও স্যানিটারিওয়্যারের বিক্রি তা–ও কিছুটা হলেও তৈজসপত্রের বেচাবিক্রি নেমেছে শূন্যের কোটায়। অন্যদিকে কারখানায় উৎপাদন চলায় গুদামে জমছে পণ্যের স্তূপ।


সিরামিক খাতের ব্যবসায়ীরা বলছেন, লকডাউন দীর্ঘমেয়াদি হলে উৎপাদন বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ বিক্রি না থাকলে বেশি দিন উৎপাদন চালানোর সক্ষমতা থাকবে না। অন্যদিকে দোকানপাট বন্ধ থাকায় খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের অনেকের জন্যই আগামী মাসে দোকানভাড়া ও কর্মীদের বেতন-ভাতা দেওয়া কঠিন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও