৭০ দিন পর চালু হলো রামেকের পিসিআর মেশিন
জনবল সঙ্কটের কারণে গত ৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ ছিল রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পিসিআর ল্যাব।করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় টানা ৭০ দিন বন্ধ থাকার পর সেটি চালু করেছ রামেক কর্তৃপক্ষ।
সোমবার (১৯ এপ্রিল) পরীক্ষামূলকভাবে ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবারও (২০ এপ্রিল) ট্রায়ালে নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে বুধবার (২১ এপ্রিল) ল্যাবটিতে এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।