কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বুনো হাতির আতঙ্কে কাপ্তাই, চালু হবে সোলার ফেন্সিং

বাংলা ট্রিবিউন কাপ্তাই প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ১০:১০

রাঙামাটির কাপ্তাইতে বেড়েছে বন্য হাতির আক্রমণ। প্রায়ই সড়ক ও সরকারি স্থাপনায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে ডাঙ্গার সবচেয়ে বড় প্রাণীটি। বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। মার্চে হাতির আক্রমণে কাপ্তাইয়ে দুই জন এবং গত দুই বছরে মারা গেছে আট জন। এ ছাড়া ফসল ও ঘরবাড়ির ক্ষতিও হচ্ছে ঢের। সমস্যা সমাধানে ৮ কিলোমিটার এলাকাজুড়ে সোলার ফেন্সিং সিস্টেম বসানোর কথা ভাবছে বনবিভাগ।


কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক, শিলছড়ি গেইট প্রবেশমুখ, লগগেইট, নৌবাহিনী সড়ক, কামিলাছড়ি-আসামবস্তি সড়ক, রাইখালি, ব্যাঙছড়িসহ কয়েকটি এলাকার পাহাড়ে রয়েছে বুনো হাতির পাল। পাহাড়ে প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবারের ওপর নির্ভরশীল এসব হাতি খাবারের সন্ধানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঘুরে বেড়ায়। বন বিভাগের তথ্যমতে, কাপ্তাই রিজার্ভ ফরেস্টে এখন ৪০টি বুনো হাতি আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও