ভালো লভ্যাংশেও ব্যাংকে আগ্রহী হচ্ছেন না বিনিয়োগকারীরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ০৯:৩০
বছরের পর বছর ধরে লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দেয়া ব্যাংকগুলোর মধ্যে নগদ লভ্যাংশ দেয়ার প্রবণতা বেড়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২০ সালের ঘোষণা করা লভ্যাংশের চিত্র পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। ব্যাংকগুলো ভালো লভ্যাংশ দিলেও শেয়ারবাজারের বিনিয়োগকারীদের খুব একটা আকৃষ্ট করতে পারছে না। ফলে অবমূল্যায়িত অবস্থায় পড়ে রয়েছে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম।
ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে না পারার কারণ হিসেবে বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, ভালো লভ্যাংশ দিলেও সার্বিকভাবে ব্যাংক খাত সমস্যার মধ্যে রয়েছে। ব্যাংকের খেলাপি ঋণ বাড়ছে। আবার ঋণ বিতরণ খুব একটা ভালো অবস্থায় নেই। মুনাফার সক্ষমতাও কমে গেছে। এসব কারণে ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা খুব একটা আকৃষ্ট হচ্ছেন না।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বিনিয়োগকারী
- খেলাপি ঋণ
- বোনাস শেয়ার
- নগদ লভ্যাংশ
- আবু আহমেদ
- এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম
- ইস্টার্ন ব্যাংক লিমিটেড
- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
- ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
- ব্যাংক এশিয়া লিমিটেড
- ব্র্যাক ব্যাংক লিমিটেড