লকডাউন ‘শিথিল’ হওয়ায় ফের বেড়েছে বায়ু দূষণ
সর্বাত্মক লকডাউন ‘শিথিল’ হওয়ায় রাজধানীর প্রধান সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। মানুষের চলাচলও বেড়েছে। আর তাতে ফের বেড়েছে বায়ু দূষণ।
স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জাগো নিউজকে বলেন, লকডাউন শুরুর পর ১৪ এপ্রিল থেকে দিনের কোনো কোনো সময় স্বাভাবিক সময়ের চেয়ে ৭০ ভাগ বায়ু দুষণ কমেছে। সারাদিনের হিসেবে ৫৫ ভাগ কমেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাতাস
- দূষিত বাতাস
- লকডাউন
- লকডাউন শিথিল