![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fcef56f95-0653-4aa8-a278-716dbf36512b%252Fb35cea67_7cbd_45e0_8834_d754dc2752fd.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
ফ্লয়েড হত্যায় ডেরেক চৌভিন দোষী সাব্যস্ত, ৪০ বছর জেল হতে পারে
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডকে হত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। এ কারণে চৌভিন ৪০ বছর কারাদণ্ডাদেশ পেতে পারেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিএনএনের খবরে মঙ্গলবার এ কথা জানানো হয়। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গত বছরের মে মাসে ডেরেক চৌভিনের হাতে নিহত হন জর্জ ফ্লয়েড। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শিরোনামে এ আন্দোলন যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে যায়।