করোনা রোগীদের জন্য বাংলাদেশে যে ঔষধ হন্যে হয়ে খুঁজছে অনেকে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ২০:১০
এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের কথা। ঢাকার বাসিন্দা সৌরভ সাহার বাবা করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসারা তার শরীরে একটি ঔষধ প্রয়োগের সিদ্ধান্ত নেন। সেই ঔষধের নাম একটেমরা। টসিলিজুমাব গ্রুপের একটি ইনজেকশন হচ্ছে 'একটেমরা'।
টানা তিনদিন এই ইনজেকশন জোগাড়ের জন্য শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছেন সৌরভ সাহা। শেষ পর্যন্ত এই ঔষধের আমদানি-কারক এবং পরিবেশন রেডিয়েন্ট থেকে এটি ক্রয় করতে সক্ষম হন তিনি।
"এই ঔষধের জন্য সেখানে দীর্ঘ লাইন। বহু মানুষ অপেক্ষা করছিল এটি কেনার জন্য। কিন্তু তাদের ঔষধ দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। বিদেশ থেকে আসতে সময় লাগছিল," বলছিলেন মি. সাহা।