![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/4F8A/production/_118126302_p09f6xt7.jpg)
গত প্রায় চার দশকে কীভাবে বদলে গেছে পৃথিবী
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১৯:৩২
গুগল আর্থ সম্প্রতি একটি নতুন ফিচার চালু করেছে।
এতে ১৯৮৪ সাল থেকে ধারণকৃত পৃথিবীর বিভিন্ন জায়গার উপগ্রহ চিত্রগুলো 'টাইম-ল্যাপস' আকারে দেখার সুবিধা রয়েছে।
এর ফলে গত প্রায় চার দশকে পৃথিবীর বিভিন্ন স্থান কীভাবে বদলে গেছে, এবং পরিবেশের ওপর তার কী প্রভাব পড়েছে ০- তা দেখার সুযোগ তৈরি হয়েছে।