এবার গণমাধ্যমকর্মীর বাইকে আটকে হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পরীক্ষামূলক সম্প্রচারে থাকা নেক্সাস টেলিভিশনের দুই কর্মীর মোটরসাইকেল আটকে তাদের হয়রানি করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে। কঠোর বিধিনিষেধের (লকডাউন) মধ্যে যানবাহন সীমিত থাকায় দুইজন এক বাইকে চলাচল করায় তাদের মোটরসাইকেলটি তিন ঘণ্টা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই দুই গণমাধ্যমকর্মী।
জানা গেছে, মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মোটরসাইকেলে চড়ে মিরপুর গোল চত্বর হয়ে অফিসে যাচ্ছিলেন নেক্সাস টেলিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ আবুল আলা মওদুদি এবং গ্রাফিক্স ডিজাইনার আসিফ হাসান। সে পথে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট পরিচয়পত্র চাইলে তা দেখান ওই দুই গণমাধ্যমকর্মী। তখন তাদের ছেড়ে দেন সার্জেন্ট। কিছু দূর যেতেই দুইজন এক মোটরসাইকেলে যাতায়াত করায় তাদের আটকে দেন ডিসি মাহাতাব উদ্দিন। এরপর তাদের ‘ভুয়া সাংবাদিক’ বলে মামলা দেয়ার জন্য সার্জেন্টকে নির্দেশনা দেন। দুজনে এর প্রতিবাদ জানালে তাদের মোটরসাইকেলের চাবি নিয়ে যান তিনি। পরে তিন ঘণ্টা পর টেলিভিশন কর্তৃপক্ষের সহায়তায় মিরপুর মডেল থানা থেকে বাইকটি ফেরত নিয়ে আসেন তারা।