![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-14-20210420155347.jpg)
কাতলটি বিক্রি হলো ৫১ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের ধরা পড়েছে ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ।পরে মাছটি ১৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করা হয়।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জয়নাল সরদার নামে এক জেলের জালে মাছটি ধরা পরে। মাছটি বিক্রির উদ্দেশ্যে পাড়ে আনলে এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কাতলা মাছ
- মাছ বিক্রি