![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Jan/1611218928_21-sironam-ankita-sushant-inside.jpg)
সুশান্তের জীবনী চিত্রে নিষেধাজ্ঞা জারি, প্রয়াত অভিনেতার বাবার আবেদনে আদালতের নির্দেশ
সুশান্তের জীবনী চিত্রের নির্মাতাদের নোটিশ ধরাল দিল্লি উচ্চ আদালত। প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংহের আবেদনে নিষেধাজ্ঞা জারি হল সে ছবিতে। (এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।
পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)