![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F30524c6d-3071-4517-ae92-ccc828476bff%252Fprothomalo_bangla.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
এবার পাম তেলে আগাম ভ্যাট প্রত্যাহার
বাজারে দাম কমাতে আমদানি করা পরিশোধিত পাম তেলের ওপর আগাম মূল্য সংযোজন করা (মূসক) বা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বর্তমানে পাম তেলের ওপর ৪ শতাংশ আগাম ভ্যাট আছে। এর আগে ১১ এপ্রিল সয়াবিন তেল ও পাম তেল আমদানিতে ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছিল এনবিআর। আগাম ভ্যাট ও অগ্রিম কর প্রত্যাহারের ফলে বাজার পাম তেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে। কারণ, এতে আমদানিকারকের খরচ কম যায়।
রোজার মৌসুমে ভোজ্যতেলসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তের বাজারে হিসাবে টান লাগে। তাই সরকার আমদানি পর্যায়ে যাতে খরচ কমে যায়, সে জন্য সরকার প্রথমে আমদানি করা অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করে। এবার আমদানি করা পরিশোধিত পাম তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত এল।