![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F04%2F20%2Flalmai.jpg%3Fitok%3DzgiEIR8a)
৩২ দিন বন্ধ থাকার পর লালমাইয়ে করোনার নমুনা সংগ্রহ শুরু
বত্রিশ দিন বন্ধ থাকার পর কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলার পাঁচজন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে জনবল সংকটের কথা বলে গত মাসের ১৯ মার্চ থেকে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তৎকালীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়াশীষ রায়ের লিখিত নির্দেশে গত বছরের ১৯ মার্চ থেকে বাগমারা ২০ শয্যা হাসপাতালে নমুনা সংগ্রহ শুরু করেন স্বাস্থ্য সহকারী উজ্জ্বল সিংহ। নভেম্বর পর্যন্ত তিনি নমুনা সংগ্রহ করেন ৭৫৮টি।