You have reached your daily news limit

Please log in to continue


দ্বিতীয় ঢেউ! যুদ্ধ-প্রস্তুতি নিচ্ছে রাজ্য

প্রায় প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে কোভিডে মৃত্যুর সারি। অথচ হাসপাতালে বেড, অক্সিজেন বাড়ন্ত। পর্যাপ্তের ধারেকাছে নেই প্রতিষেধকও। এই অবস্থায় কোভিড ব্যবস্থাপনা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিল রাজ্য।

কিন্তু প্রথম দফার সংক্রমণের কামড় কমার পরে বেশ কিছুটা শিথিল হয়ে যাওয়া সেই ব্যবস্থাপনা দ্রুত আগের জায়গায় ফেরাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে স্বাস্থ্য দফতরকে। সোমবার দফায় দফায় বৈঠক করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের অন্য কর্তারা। বৈঠক হয়েছে কলকাতা ও শহরতলির প্রধান বেসরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষের সঙ্গেও। স্বাস্থ্য-কর্তাদের একাংশ জানাচ্ছেন, শয্যার সংখ্যা বাড়ানো এবং প্রত্যেক রোগীর চিকিৎসা নিশ্চিত করাই চ্যালেঞ্জ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন