তথ্যের মৃত্যু

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৫:৫২

হিসাব মিলিতেছে না। গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ— বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যায় গরমিল দেখা যাইতেছে। সরকারি কর্তারা কোভিড-মৃত্যুর তালিকায় যে সংখ্যা দেখাইতেছেন, এক-একটি শ্মশানে তাহার অধিক চিতা জ্বলিতেছে। শ্মশানের নথি অনুসারে, সেইগুলি কোভিড-মৃতের। চলতি মাসে গুজরাতের সুরাতে, মধ্যপ্রদেশের ভোপালে এমনই ঘটিয়া চলিয়াছে। ৮ এপ্রিল সরকারি মেডিক্যাল বুলেটিনে সারা রাজ্যে ২৭টি মৃত্যুর উল্লেখ আছে। কিন্তু কেবল ভোপালেই সেই দিন ৪১ কোভিড-মৃতের সৎকার হইয়াছে, বিধি অনুসরণ করিয়া।


উত্তরপ্রদেশে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কোভিড-মৃতের সংখ্যা সরকারি ঘোষণা অনুসারে ১২৪, কিন্তু শ্মশান-কর্তৃপক্ষের নথি অনুসারে চার শতেরও অধিক। গুজরাতের আমদাবাদে সাংবাদিকরা কেবল একটি হাসপাতালের কোভিড ওয়ার্ড হইতে যে কয়টি মৃতদেহ বাহির হইতে দেখিতেছেন, তাহার সংখ্যা সরকারি ভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যার প্রায় তিনগুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও