কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের বাথরুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানার সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, গত ৩রা এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের সোনারগাঁ রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলায় শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, বর্তমান জাতীয় পার্টির সোনারগাঁ উপজেলা সভাপতি এবং শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের বাথরুমে লুকিয়ে থাকাবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, থানার ওসি হাফিজুর রহমান, ওসি (অপারেশন) খায়রুজ্জামান ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, আব্দুর রউফকে সোনারগাঁ থানায় দায়ের করা মামলা থেকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত