কলিজায় পানি ঢুকিয়ে ওজন বৃদ্ধি করায় ব্যবসায়ীকে জরিমানা
বিশেষ কায়দায় গরুর মাংসের কলিজায় পানি ঢুকানো হয়েছিল। এতে কলিজার ওজন বেড়ে যায়। এই কলিজা বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন সাহেব আলী নামের রাজশাহীর এক মাংস ব্যবসায়ী। এ সময় হাতেনাতে ধরে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১৯ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। তিনি জানান, কলিজায় পানি ঢুকিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে সাহেব আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।