যত্রতত্র গড়ে উঠছে বেসরকারি ক্লিনিক, বাড়ছে না সেবার মান

ডেইলি বাংলাদেশ রাজবাড়ী সদর প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১৯:৩৫

রাজবাড়ীতে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যেখানে সেখানে এসব ক্লিনিক গড়ে উঠলেও বাড়েনি সেবার মান। জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় ২৬টি ক্লিনিক ও ৬১টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। 


এর বেশির ভাগ প্রতিষ্ঠানের নেই স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। আবার কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স থাকলেও সেটির নবায়ন নেই। ফলে মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চলছে এসব প্রতিষ্ঠান। তথ্যমতে, বেসরকারি ক্লিনিকের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী যে কয়েকজন নিজস্ব ডাক্তার ও ডিপ্লোমা নার্সসহ জনবল থাকার কথা তা নেই কোনো ক্লিনিকে। সরকারি হাসপাতালের ডাক্তারের উপর নির্ভরশীল এসব ক্লিনিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও