ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলে হংকংয়ের নিষেধাজ্ঞা
ভারতের সঙ্গে সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে হংকং। সোমবার মধ্যরাত থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। আগামী ১৪ দিন অর্থাৎ ২ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় হংকং এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
খবর এনডিটিভির। মূলত ভারতে ছড়িয়ে পরা করোনাভাইরাসের নতুন ধরনের কারণেই ১৪ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে হংকং। পাশাপাশি পাকিস্তান ও ফিলিপাইনকে করোনাভাইরাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে কারণে এই তিন দেশ থেকে যেসব যাত্রীরা রোববার রাতে হংকংগামী ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন তাদের ফ্লাইটও বাতিল করা হয়েছে।