পঞ্চগড় থেকে পার্সেল ট্রেনে পণ্য পরিবহন শুরু
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১৭:৩৪
কঠোর বিধি নিষেধের মধ্যে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের সুবিধার্থে আবারো পঞ্চগড় থেকে পার্সেল ট্রেনে পণ্য পরিবহন শুরু হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রেলওয়ের বিশেষ একটি পার্সেল ট্রেন। প্রথম দিনেই পঞ্চগড়ের চারজন ব্যবসায়ীর শসা, টমেটো, বেগুন ও শুকনো মরিচসহ প্রায় তিন মেট্রিক টন পণ্য পাঠানো হয়।
বিশেষ এই পার্সেল ট্রেনটিতে চার বগিতে পরিবহন ক্ষমতা রয়েছে ১৬০ মেট্রিক টন। গত বছরের মে মাসেও করোনায় বিশেষ পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত বিভিন্ন পণ্য পরিবহনে পঞ্চগড় থেকে পার্সেল ট্রেন চালু করেছিল রেল মন্ত্রণালয়। পার্সেল ট্রেনে পণ্য পরিবহনের সার্বিক অবস্থা পরিদর্শন করেন পঞ্চগড়ের ডিসি ড. সাবিনা ইয়াসমিন।