হৃদস্পন্দন ধীর হওয়ার লক্ষণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১৭:২৬
হৃদযন্ত্রের গতি স্বাভাবিক মাত্রার চাইতে কমে যাওয়ার বেশ কয়েকটি লক্ষণ রয়েছে।
‘বান্ডল ব্রাঞ্চ ব্লক’য়ের কারণে হৃদস্পন্দন কমে যায়। হৃদযন্ত্রের এই সমস্যা নির্ণয়ের জন্য কিছু লক্ষণের দিকে খেয়াল রাখা উচিত।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেয়ো ক্লিনিক জানিয়েছে এই রোগের কিছু লক্ষণ ও কারণ সম্পর্কে।
জ্ঞান হারানো: এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিশেষ কোনো পরিচিত লক্ষণ চোখে পড়ে না। ফলে আক্রান্ত ব্যক্তি ধারণাও করেন না যে তার কোনো রোগ থাকতে পারে। একটি উপসর্গ হলো জ্ঞান হারানো, ডাক্তারি ভাষায় একে বলা হয় ‘সিনকোপ’। জ্ঞান হারানো মোটেই অবহেলা করার মতো নয়। তাই এমনটা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ভয়ের কোনো কারণ আছে কি-না সেবিষয়ে নিশ্চিত হওয়া জরুরি।