‘ভালো নেতার চেয়ে দক্ষ নেতা ব্যবসার জন্য বেশি গুরুত্বপূর্ণ’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১৬:২৯

ভালো নেতার চেয়ে দক্ষ নেতা ব্যবসার জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন অনলাইন ভিত্তিক এক কর্মশালার বক্তারা। রোববার (১৮ এপ্রিল) দুপুরে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের ব্যবসা সফলতার কৌশল সম্পর্কে সম্যক ধারণা দিতে ‘লিডারশিপ স্ট্রেটেজিস ফর বিজনেস এক্সসিলেন্স’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।


তিনি বলেন, লকডাউনের সময়কে কাজে লাগাতে আমাদের এই ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত থাকবে। গত বছর লকডাউনের সময় থেকে আমরা ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন শুরু করি। বিসিএস সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালাগুলো সহায়ক ভূমিকা পালন করবে। ব্যবসায় সফলতার জন্য সঠিক সিদ্ধান্ত এবং তা বাস্তবায়ন করার পথ দেখানোর জন্য নেতৃত্বের বিকল্প নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও