কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জার্মানিতে মৃত্যুযজ্ঞের মাঝেও আশার আলো

ডয়েচ ভেল (জার্মানী) জার্মানি প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১৫:৩৩

প্রায় আট কোটি মানুষের দেশে ৮০ হাজার মৃত্যুর ঘটনা সত্যি পীড়াদায়ক৷ জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-সহ নেতারা রোববার বার্লিনে এক জাতীয় শোকসভায় প্রায় গত এক বছর ধরে করোনা ভাইরাসের কারণে মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেন৷ জার্মান প্রেসিডেন্ট চলমান করোনা মহামারির মুখে সমাজে ঐক্যের ডাক দেন৷ তার মতে, এই মহামারি গভীর ক্ষত সৃষ্টি করেছে৷ মহামারির বোঝা এবং সেই সংকট থেকে বের হবার সঠিক পথ নিয়ে তর্ক বিতর্ক থেকে এক মুহূর্তের বিরতি নিয়ে তিনি মানবিক ট্র্যাজিডির প্রতি মনোযোগ দেবার ডাক দেন৷ একে অপরের দোষারোপ করার বদলে সর্বশক্তি প্রয়োগ করে মহামারি থেকে নিষ্কৃতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান স্টাইনমায়ার৷


বেড়ে চলা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে অভিন্ন পদক্ষেপের লক্ষ্যে সংক্রমণ সংক্রান্ত আইন সংশোধনের প্রক্রিয়া চলতি সপ্তাহে গতি পাবে বলে আশা করা হচ্ছে৷ তবে সংসদের দুই কক্ষ ও প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় না থেকে জার্মানির বিভিন্ন প্রান্তে রাতে কারফিউসহ কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ কোলন শহরে গত শুক্রবার থেকেই রাতে কারফিউ জারি করা হয়েছে৷ আইনটি কার্যকর হলে বিচ্ছিন্ন পদক্ষেপ নিয়ে বিভ্রান্তি শেষ হবে বলে আশা করা হচ্ছে৷ তখন সংক্রমণের হার অনুযায়ী গোটা দেশে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হবে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও