You have reached your daily news limit

Please log in to continue


বহুদিন পর এক হলেন কবরী-রোজী

প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরী-রোজী আফসারী। ১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রোজী। অন্যদিকে ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু করেন কবরী। এককথায় অভিনয় জগতে এই দুই অভিনেত্রী সমসাময়িক ছিলেন বলা যেতেই পারে। এই দুই অভিনেত্রী এক হয়ে অভিনয় করেছেন বহু ছবিতে। আজ তারা কেউ নেই। দুইজনই শুয়ে আছেন রাজধানীর বনানী কবরস্থানে।

অভিনয় ছাড়াও তারা নাকি অনেক ভালো বন্ধু ছিলেন। এমনটাই বলেছেন অভিনেত্রী রোজীর স্বামী মালেক আফসারী। ফেসবুকে দুইজনের একটি ছবি পোস্ট করে মালেক লিখেছেন, ‘ওরা দুজনেই বন্ধু ছিলো। বহুদিন পর ওরা একসাথ হলো। আল্লাহ ওনাদের ভালো রাখুন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন