ষষ্ঠ দিনে যান চলাচল আরো বেড়েছে
দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের ষষ্ঠ দিন আজ সোমবার। গত পাঁচদিনের তুলনায় সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চলাচল ছিল চোখে পড়ার মতো। বেশ কিছু মূল সড়কে ট্র্যাফিক সিগনালে বেশ লম্বা গাড়ির সারি দেখা গেছে।
সকালে রাজধানীর পান্থপথ, রাসেল স্কয়ার, কলাবাগান, সাইন্সল্যাব, মিরপুর, ধানমন্ডি এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসব এলাকায় ব্যক্তিগত পরিবহন, মোটরসাইকেল ও রিকশা বেশি চলাচল করছে। এছাড়াও পণ্যবাহী ও জরুরি সেবা সংশ্লিষ্ট পরিবহনও চলছে।