কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজ চক্রবর্তী । ব্যারাকপুর

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১২:৫৬

চক্রবর্তী কলিং চক্রবর্তী: উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে কঠিন লড়াই তাঁর। জীবন শুরু করেছিলেন যেখানে, সেখানেই ফিরে গিয়েছেন জীবনের প্রথম ভোটযুদ্ধ লড়তে। জীবন শুরু হয়েছিল নৈহাটির হালিশহরে। সক্রিয় রাজনীতিকের জীবন শুরু হল তার অদূরে ব্যারাকপুরে। মূল প্রতিপক্ষ বিজেপি। কিন্তু সংযুক্ত মোর্চার প্রার্থীও আছেন ময়দানে। ফলে বাইপাসের উপকণ্ঠে বহুতল আবাসনের ফ্ল্যাটে অভিনেত্রী স্ত্রী শুভশ্রী, মা এবং সদ্যোজাত সন্তানকে রেখে গত প্রায় এক মাস ধরে চক্রবর্তীপাড়ায় বাসা বেঁধেছেন। চক্রবর্তীপাড়ায় ফিরেছেন চক্রবর্তী রাজ। তবে স্বামীর হয়ে প্রচারে গিয়েছিলেন শুভশ্রীও। মোমের পুতুল: মা আর স্ত্রী-র সম্পর্ক নিয়ে গর্বিত রাজ। মায়ের কাছে তাঁর স্ত্রী ‘মোমের পুতুল’। তাই শুভশ্রী কখনও রান্নাঘরে ঢুকলেই মা ছুট্টে যান! বউমা’কে কোনও কাজ করতে দেবেন না শাশুড়ি’মা। কোনও কাজ করতে দেবেন না বউমাকে। একেবারে মেয়ের আদরে রেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে