![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F3d450604-244e-4ca8-a238-e7d64671409b%252FUNNAMED_10090714.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
দ্রুতগতিতে রোগীর ফুসফুস আক্রান্ত হচ্ছে
প্রথম আলো
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১২:৪৭
বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. টিটো মিঞা একজন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। তিনি করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যা বেশি কেন, দ্বিতীয় ঢেউয়ের আগে সরকারের প্রস্তুতি কতটুকু ছিল, রোগীর করণীয় কী, বাংলাদেশ করোনা মোকাবিলায় কতটুকু সফল—এসব নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রিয়াদুল করিম।