করোনা কি আমাদের জন্য ‘ডুমস ডে’ ডেকে আনবে?
রোজ সকালে ঘুম থেকে উঠে দেশ থেকে মৃত্যুর খবর পাই। প্রতিদিন করোনায় এ মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। বুদ্ধিজীবী নিধনও চলছে সমানে। ১৯৭১ সালে পাকিস্তানের হানাদাররা বুদ্ধিজীবী নিধনের যে কাজটি শেষ করে যেতে পারেনি, সম্ভবত সেই কাজটি শেষ করতে চলেছে করোনা মহামারি। শনিবার (১৭ এপ্রিল) ঘুম থেকে উঠে খবর পেয়েছি, শিক্ষাবিদ, গবেষক এবং কলামিস্ট তারেক শামসুর রেহমান আর নেই।