মেঘলা আকাশ থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ
এই সময় ডিজিটাল ডেস্ক: সারাদিন মেঘলা আকাশ থাকলেও শহর কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) প্রায় নেই বললেই চলে। বরং হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তারপর থেকেই ফের দাপট দেখাবে গরম। তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির বেশি।