![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2020/12/30/1610005962_5ff6bdca97b49_dead-body.jpg)
‘রিপোর্ট না পেলে চিকিৎসা নয়’, মৃত্যু করোনা রোগীর
সামান্য জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। পরিজনেদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছিলেন, আগে করোনা পরীক্ষা হবে, তার পরেই চিকিৎসা শুরু হবে। কিন্তু অভিযোগ, করোনা পরীক্ষার সেই রিপোর্ট ৩০ ঘণ্টা পরে আসে। আর তত ক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থেকে মৃত্যু হয় ওই রোগীর।