![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fbiman-flight-cancel_0.jpg%3Fitok%3DtweWKM4A)
বিমানবন্দরে প্রবাসীদের নতুন বিড়ম্বনা ‘বিএমইটি ছাড়পত্র’
‘ভিজিট ভিসায় বিদেশ গমনকারীদের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) ছাড়পত্র নিতে হবে’ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এমন একটি নির্দেশনায় বিপাকে পড়েছেন বিদেশগামী বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের অনেক যাত্রী।
শুধু তাই নয় তাদের নিয়ে অপ্রত্যাশিত ঝামেলায় মধ্যে রয়েছে বিমানবন্দরের প্রবাসী সহায়তা ডেস্কসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। চাপে আছে বিএমইটি’র জেলা অফিসগুলোও।