অন্যতম দেশি ফল বাঙ্গি। এই গরমে আরামদায়ক ফল হিসেবে বাঙ্গির তুলনা হয় না। পুষ্টিতে ভরপুর এই ফলটি সব বয়সের মানবদেহের জন্যই উপকারী। তবে বাঙ্গি অনেকের কাছেই বিস্বাদ একটি ফলের নাম। মিষ্টি কোনো স্বাদ না থাকায় অনেকেই এই ফলটি একদমই খেতে চান না। একপ্রকার অবহেলিত ফলও বলা চলে এটিকে। তবে জানলে অবাক হবেন, এই ফলটি বিস্বাদ হলেও স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকারী। এটি তরমুজের বংশভিত্তিক একটি ফল। অন্যান্য ফলের মতো কিছু বিশেষ গুণে সমৃদ্ধ এই ফলটি। গরমে বাঙ্গি খেলে অনেক সুফল মিলবে। বাঙ্গির কিছু পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে।
You have reached your daily news limit
Please log in to continue
গরমে বাঙ্গি খাওয়ার অসাধারণ উপকারিতা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন