মাদারীপুরে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অভিযোগ
মাদারীপুরে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। নির্যাতিতার পরিবারের পক্ষকে অভিযুক্তদের নামে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির ওঠানে বের হয় মাদারীপুর সদরের কালিকাপুরের ৬ষ্ঠ শ্রেণির ওই মাদ্রাসা ছাত্রী। এ সময় একই গ্রামের জাকির মোড়ল, বাদল মাতুব্বরসহ ৪ জন মুখ চেপে ধরে ওই শিক্ষার্থীকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে জাকিরসহ তার সহযোগীরা শিক্ষার্থীকে গণধর্ষণ করে।