শ্রীলঙ্কার বিপক্ষে মূল সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেলেন না অধিনায়ক মুমিনুল হক। রোববার দুই দিনের ম্যাচের দ্বিতীয় দিন শূন্য রানেই আউট হয়ে গেছেন তিনি। তবে তাকে আবার মিডল অর্ডারে ব্যাটিং করানো হবে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশন শেষে মুমিনুলের সবুজ দলের সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান। ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস ২৭ রান করে স্বেচ্ছা অবসরে গেছেন। বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছেন ১৯ রান করে।