দ্বিতীয় ঢেউ মোকাবিলার কোনো প্রস্তুতি ছিল না

প্রথম আলো আহসান এইচ মনসুর প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ১৪:০৯

প্রথম আলো: করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা না সামলাতেই দ্বিতীয় ঢেউ এল। সরকার প্রথমে সাত দিন, পরে আরও আট দিন লকডাউন দিয়েছে। অর্থনীতিতে এর কী রকম প্রভাব পড়বে বলে মনে করেন?



আহসান এইচ মনসুর: যেকোনো লকডাউন অর্থনীতির জন্য বিরাট ক্ষতি। কিন্তু অত্যাবশ্যক বলেই বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে, তাতে আমাদের এখানেও লকডাউন দেওয়া সংগত বলে মনে করি। আবার জীবন-জীবিকাও একেবারে বন্ধ করা যাবে না। রপ্তানিমুখী শিল্পকারখানা, ব্যাংক খোলা রাখা হয়েছে। কৃষি উপকরণ সরবরাহও চালু থাকবে। সীমিত পর্যায়ে বাজার খোলা আছে। রেস্তোরাঁ থেকে খাবার সরবরাহও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য। এতে রেস্তোরাঁয় মানুষ ভিড় করবেন না। আমার ধারণা, সরকার লকডাউনের ক্ষেত্রে আন্তজেলা পরিবহন বন্ধ রেখে যে রিওরিয়েন্টেশন করেছে, তা কাজে দেবে। কিন্তু সমস্যা হলো আট দিন লকডাউন যথেষ্ট কি না। আমার ধারণা, এটি অন্তত ১৫ দিন করলে করোনার প্রাদুর্ভাব অনেকটা কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও