![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Apr/18/1618726145109.jpg&width=600&height=315&top=271)
রোহিঙ্গা শিশুদের জন্য খাদ্য সহায়তা ওজিলের
বার্তা২৪
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ১২:০৯
নিপীড়িত মুসলিমদের পাশে সব সময় দাঁড়িয়েছেন মেসুত ওজিল। শোষণ ও বঞ্চনার শিকার মুসলমানদের সহায়তায় এখনো হাত বাড়িয়ে চলেছেন জার্মানির এ মিডফিল্ডার। তারই অংশ হিসেবে পবিত্র মাস রমজানে দুস্থ ও অসহায় শিশুদের জন্য টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ ২০ হাজার ৭৭০ ডলার দান করেছেন ফেনারবাচের মাঝ-মাঠের এ তারকা।
এই অর্থ খরচ করা হবে বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের খাবার কেনার জন্য। যার একটি অংশ আসবে বাংলাদেশেও। ‘দ্য টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ জানিয়েছে, ৭৫০টি খাবারের পার্সেল উঠবে বাংলাদেশস্থ শরণার্থী শিবিরের রোহিঙ্গা মুসলিম শিশুদের হাতে।