![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/18/hospital-chhattisgarhs-180421-01.jpg/ALTERNATES/w640/hospital-chhattisgarhs-180421-01.jpg)
ভারতে হাসপাতালে আগুন লেগে ৫ জনের মৃত্যু
ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের একটি হাসপাতালে্ আগুন লেগে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে শহরটির রাজধানী হাসপাতালের তিনতলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
দমকলের কর্মী ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
হাসপাতালটির অন্য রোগীদের আশপাশের হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে।