পারমাণবিক কেন্দ্রে নাশকতা পরিচালনাকারী শনাক্ত, দাবি ইরানের
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতা পরিচালনাকারীকে শনাক্তের দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। শনিবার সন্দেহভাজন ওই নাশকতাকারীর ছবি প্রকাশ করা হয়েছে।
ইরানের গোয়েন্দা সংস্থা জানায়, হামলার মূল পরিকল্পনাকারী রেজা কারিমি নামের ওই ব্যক্তি নাশকতার আগেই বিদেশে পালিয়ে গেছে। আইনি পন্থায় তাকে দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানানো হয়।
গত সপ্তাহে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ এবং এর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। পরে জাতীয় পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহি একে নাশকতা বলে দাবি করেন।