রিফিউজি জীবন থেকে সেরা ক্যাম্পাসে
১৮ এপ্রিল ১৯৫৫ সালে আলবার্ট আইনস্টাইন (জন্ম- ১৪ মার্চ ১৮৭৯) যখন মারা যান, তখন তার পেছনে ছিল রিফিউজি জীবনের করুণ অধ্যায়, যার পরেও তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। একজন ইহুদি হয়েও তিনি জার্মানির একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী রূপে শেষ জীবনে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা ক্যাম্পাসে নিজের আসন পাকা করেছিলেন। তার জীবন হলো সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় অর্জনের আখ্যান।
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কীত গবেষণার জন্য আইনস্টাইন সমাদৃত। তিনি পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদান অনেক। ১৯৯৯ সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে 'শতাব্দীর সেরা ব্যক্তি' হিসেবে ঘোষণা করে। এ ছাড়া বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের একটি ভোট গ্রহণের মাধ্যমে জানা গেছে, তাকে প্রায় সবাই সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।